Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

দেশের ভেতর দেশ……

দেশের ভেতর দেশ…… 

নাম তার ভ্যাটিকান সিটি।
***** ইতালির রাজধানীর নাম রোম এবং সেই রোম শহরের ভেতরে রয়েছে আরেকটি দেশ। যার নাম ভ্যাটিকান সিটি। ভ্যাটিকান সিটি বিশ্বের ক্ষুদ্রতম রাষ্ট্র যার আয়তন মাত্র ১১০ একর।


ভ্যাটিকান সিটিতে কাথোলিক খ্রিষ্টানদের ধর্মীয় গুরু পোপ বসবাস করেন। একটি গ্রামের সমান আয়তনের এই দেশটিতে রয়েছে উদ্যান, দালান এবং পাহাড়।
***


ভ্যাটিকান সিটিতে রয়েছে নিজস্ব সংবিধান; ডাক ব্যবস্থা, সীলমোহর এবং পতাকা। দেশটির রয়েছে নিজস্ব সেনাবাহীনি। যার নাম সুইস গার্ড। এই সুইস গার্ড এর সদস্য সংখ্যা মাত্র ১০০ জন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ