Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

ক্ষণে ক্ষণে রঙ বদলায় ময়ূর মাকড়সা…..



**** প্রাণী হবেসাবে গিরগিটি মুহূর্তে রঙ বদলে চমকে দেয়। কিন্তু এই রঙ বদলানো শুধু গিরগিটিই নয়; মাকড়সার মতো নিরূহ প্রানীও রঙ বদলে থাকে। ময়ূর মাকড়সার পিকক স্পাইডার মুহূর্তেই বদলে ফেলে তার রঙ।

****সাধারনত অষ্ট্রেলিয়ার তাসমানিয়া, কুইন্সল্যান্ড ও নিউ সাউথ ওয়েলস অঞ্চলে এদের দেখা পাওয়া যায়। পাঁচ থেকে ছয় মিলিমটার উচ্চতার এই মাকড়সার আকার বড়জোর মানুষের হাতের বুড়ো আঙ্গুলের নখের সমান হয়।

**** অনেকটা ময়ূরের মতো কার্যকলাপ হওয়ায় এই প্রজাতির মাকড়সাদের ময়ূর মাকড়সা বা পিকক স্পাইডার বলা হয়। এরা অনেকটা ময়ূরের মতোশরীর তুলে ধরে সঙ্গীনির সামনে।

*****পুরুষ পিকক স্পাইডার তার নারী সঙ্গীকে আকৃষ্ট করতেই মূলত বারবার রঙ পরিবর্তন করে থাকে। একেকটি পিকক স্পাইডার কমপক্ষে পাঁচ রঙে নিজেকে উপস্থাপন করতে পারে। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ