রাকিব সাহেবের একমাত্র মেয়ের নাম রাহেনা। রাকিব আর তার স্ত্রীর বিয়ের ৬বছর পর রাহেনার জন্ম হয়। জন্মের পর ঢাকাতেই বসবাস রাহেনার। রাহেনার ৮ বছর বয়সে রাকিব সাহেব পরিবার নিয়ে তার গ্রামের বাড়ি খুলনাতে গেলেন। জন্মের পর রাহেনার কখনো গ্রামে আসা হয়নি।
প্রথমবার গ্রামের মুক্ত পরিবেশে রাহেনা বেশ খুশিমনে এই ঘর ঐ ঘর ঘুরে বেরাচ্ছিল।
এমন সময় রাহেনার দাদার চাচাত ভাই রহিম এর সাথে দেখা হলো। দাদা নাতনী কে দেখে জিজ্ঞাসা করলো- তোমার নাম কি দাদু ভাই? রাহেনা উত্তর দিল- আমার নাম রাহেনা দাদু।
উত্তর শুনে খুব ব্যাথিত হলো দাদা। মেয়ের এতো বয়স আর ভাতিজা কিনা এখনো নাম রাখলো না। কিঞ্চিৎ রেগে গিয়ে বললেন “খাড়াও!
তোমার বাপের লগে আমি কথা কয়তাছি! বলেই চিৎকার করতে করতে বাড়ির দিকে ছুটল রহিম মিয়া।
এদিকে রাহেনা কিছু বুঝতে পারলনা। নাম বলার পরে দাদা কেন বললেন এতো বড় মেয়ের এখনো নাম রাখা হয়নি।
এবার রকিব সাহেবকে বেশ ধমকের সাথে বললেন, কি ভায়েস্তা? মেয়ের ৮ বছর হয়ে গেল এখনো নাম রাখনি?
এমন প্রশ্ন শুনে রাকিব সাহেব তো হতভম্ব হয়ে তাকিয়ে রইলো চাচার দিকে?
এমন সময় পেছন থেকে রাহেনা চিৎকার দিয়ে দাদাকে বললো আারে দাদা আমার নামই তো মোছাঃ রাহেনা খাতুন।
0 মন্তব্যসমূহ