Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

এবার ঈদে গরু বলি দিবেন না,,,,,, তেলঙ্গানা রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী। এই অনুরোধ করা হচ্ছে কারণ একটি সম্প্রদায়ের মানুষ গরুকে পুজো করেন।

তিনি বলেন, ‘‌আমি সকল মুসলিম ভাইদের কাছে অনুরোধ করছি গরু বলি থেকে বিরত থাকার জন্য। ‌কারণ গরুকে সম্মান দিয়ে পুজো করা হয়। মুসলিম সম্প্রদায়ের মানুষেরা ছাগল ও অন্যান্য ছোট পশুকে বলি দিক। যদি এরপরও গরুকে বলি দেওয়া হয় তাহলে পুলিশ আইনের পথেই হাঁটবে। গতবছরও পুলিশ বাণিজ্যিক যানবাহনকে এসকর্ট করে নিয়ে গিয়েছিল।’‌ 
এদিন তিনি চারমিনারের ঐতিহ্যের কথা তুলে ধরেন। তিনি জানান, হায়দরাবাদে পুর্বপুরুষদের তৈরি করা চারমিনার একটি বিশেষ অর্থ বহন করে। সেখানের চারটি স্তম্ভ আছে। যার অর্থ, হিন্দু, মুসলিম, শিখ এবং খৃষ্টান ধর্মকে সম্মান জানানো। ১১ আগস্ট ইদ পালিত হবে। তাই এই আবেদন করা হচ্ছে সবার কাছে। কারণ মানবতাই বড় ধর্ম। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ