আড়ি পাতা হচ্ছে হোয়াটসঅ্যাপে, এই খবরের পর থেকে Telegram আর Signal অ্যাপের ডাউনলোড অনেক বেড়ে গিয়েছে।
হোয়াইটঅ্যাপের তথ্য অন্য কারোর পড়ার সুযোগ নেই। এন্ড টু এন্ড এনস্ক্রিপশনে সুরক্ষিত যাবতীয় তথ্য। এতদিনের সেই মিথ ভেঙে চুরমুর। ইজরায়েলি পেগাসাস চোখে আঙুল দিয়ে দেখাল, তথ্য প্রযুক্তির দুনিয়ায় তথ্য সুরক্ষার কোনও বালাই নেই। ভারতের হোয়াটস অ্যাপে নজরদারি করে তথ্য চুরির ঘটনায় তোলপাড় গোটা দেশ। আর এর সুযোগ নিচ্ছে অনান্য মেসেজিং ও কলিং অ্যাপ।
এই খবরের পর থেকে Telegram আর Signal অ্যাপের ডাউনলোড অনেক বেড়ে গিয়েছে। Cyber security expert জানিয়েছে যে আগামী দিনে আরও ডাউনলোড বাড়তে পারে এই অ্যাপগুলির। কিছুদিন আগে অবধি iOS-এ ১০৫ নম্বর স্থানে ছিল Signal অ্যাপ যা এখন রয়েছে ৩৯ নম্বর স্থানে। Google Play স্টোরে এই অ্যাপটি ছিল ২৫৫ স্থানে কিন্তু এখন রয়েছে ৩১ নম্বর স্থানে।
টেলিগ্রাম সিকিউরিটি ও প্রাইভেসির জন্য অন্যতম পরিচিত একটি অ্যাপ। এটি কখনোই থার্ড পার্টি কাওকে আপনার কোন তথ্য দেয় না। তথ্য না দেওয়ার কারনে অনেক দেশের সরকারের রক্ত-চক্ষুর মুখে পড়েছে টেলিগ্রাম। আপনি নির্দিষ্ট একটা সময় বেধে দিতে পারবেন, এই কয়দিন আপনার একাউন্ট ইনএক্টিভ থাকলে আপনার একাউন্ট টি মুছে ফেলা হবে। এই ফিচারটিকে টেলিগ্রাম ব্যবহার কারীগণ “Self Destructing” নামে চিনে। (Photo Collected)
সিগনাল গোপনীয় তথ্য আদান প্রদান করতে ইচ্ছুক মানুষদের কাছে অন্যতম জনপ্রিয় একটি মাধ্যম। এটিও একটি ওপেন সোর্স সফটওয়্যার। মেসেজ প্রদান কারী ও মেসেজ গ্রহণকারীর ভেতর উন্নত End-to-end এনক্রিপশন ব্যবহার করে। সিগনাল এর মাধ্যমে আপনি আপনার বন্ধুদের মাঝে সম্পুর্ণ গোপনীয়তা রক্ষা করে ভয়েস কল করতে পারবেন, গ্রুপ চ্যাট করতে পারবেন, ফাইল আদান প্রদান করতে পারবেন। এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে নির্দিষ্ট সময় পর মেসেজ অটোমেটিক ভাবে মুছে যায় এরকম অপশন বেছে নিতে পারবেন। (Photo Collected)
থ্রিমা একটি পেইড এনক্রিপ্টেড মেসেজিং সার্ভিস এবং ওপেন সোর্স সফটওয়্যার। এটি ব্যবহারের জন্য আপনাকে গুনতে হবে মাত্র ২.৯৯ মার্কিন ডলার। থ্রিমার মুল আকর্ষণ হচ্ছে আপনার কোন বন্ধুকে থ্রিমার মাধ্যমে মেসেজ পাঠানর জন্য তাকে কিউআর কোডের (QR Code) মাধ্যমে এড করতে হবে। থ্রিমার মাধ্যমে আপনি সম্পুর্ণ এনক্রিপ্টেড ভাবে ভয়েস কল, ভিডিও কল, ফাইল, টেক্সট ইত্যাদি আদান প্রদান করতে পারবেন। আপনার মেসেজ টি ডেলিভার হওয়ার সাথে সাথেই তা থ্রিমার সার্ভার থেকে ডিলিট হয়ে যায়। অর্থাৎ কেও যদি থ্রিমার সিইও কে বোম মারে উড়িয়েও দেয় তাহলে আপনার পাঠানো তথ্যটির কোন ছিটেফোটাও পাবে না। (Photo Collected)
এই অ্যাপ্লিকেশানটি ওপেন সোর্স এবং রেজিস্টার করার জন্য কোন ফোন নম্বর বা ইমেলর প্রয়োজন হয় না। (Photo Collected)
ডাস্ট মেসেঞ্জারটিকে আরো এডভান্স লেভেলের সিকিউরিটির কথা চিন্তা করে তৈরী করা হয়েছে। এটি আগে সাইবার ডাস্ট নামে পরিচিত ছিলো। এটির মাধ্যমে End-to-end এনক্রিপ্টেড মেসেজ পাঠানো যায়। থ্রিমার মতো এটিও কোন মেসেজ তাদের সার্ভারে জমা রাখে না। এমনি কি, আপনি এমন অপশনও সেট করতে পারবেন যেন মেসেজ গ্রহণকারী মেসেজটি দেখার সঙ্গে সঙ্গে ফোন থেকে ডিলিট হয়ে যাবে। এছাড়াও এই অ্যাপের স্ক্রিনশট নিলে তা আপনাকে জানিয়ে দেওয়া হবে। ডাস্টের মাধ্যমে আপনি মেসেজ, স্টিকার, ভিডিও ইত্যাদি পাঠাতে পারবেন এবং এটি ফ্রি মেসেজিং সার্ভিস। (Photo Collected)
0 মন্তব্যসমূহ