Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

লাশ খেকো






রাত বাজে তখন ১টা। আগামীকাল অফিসে কী কী কাজ আছে তাড একটা লিষ্ট করছিলাম। সকাল ১০টায় আবার মিটিং আছে। ঘুম চোখে লিষ্টাও ঠিকমত করতে পারছিলাম না। রাতের খাবার খেয়েছি ১ঘন্টাও হয়নি। কিন্তু কেন জানি মনে হচ্ছে গত কয়েকদিন ধরে যেন না খেয়ে আছি।

হাতের কাজ শেষ করনাম ঘুমানোর জন্য। মশারি টানাতে গেলাম। ঘড়িতে তখন রাত ২টা বেজে ১৫ মিনিট। হঠাৎ করে নাকে কেমন যেন একটা উটকো গন্ধ নাকে এসে লাগল। লাশ পচা গন্ধ মনে হচ্ছে! কাহিনীটা কী? গন্ধটা আসছে কোথা থেকে? 

এদিক ও দিক খোজাখুজির পর খাটের নিচে তাকাতেই গন্ধটা আরো তীব্র ভাবে নাকে এসে লাগল।

খাটের নিচে ধূসর রঙ্গের একটা ট্রাঙ্ক রাখা। পুরোন ট্রাঙ্কের ভেতর থেকে এমন লাশ পচা গন্ধ কেন আসছে কিছুই বুঝতে পারনাম না।

মোবাইল টর্চ জ্বালিয়ে মেঝেতে বসে ট্রাঙ্কটা খাটের নিচ থেকে বের করে আনলাম। ট্রাঙ্কের ডালাটা ধীরে ধীরে উপরে তুলতেই দেখি ভিতরে থাকা ২টা লাশ পচতে শুরু করেছে! গন্ধটা যে এখান থেকেই আচ্ছে।

চিন্তিত চেহারায় হঠাৎ করেই বাঁকা হাসি খেলে গেল। ঠোটের কোণে দেখা যাচ্ছে কুৎসিত সেই হাসি। দেওয়ালে ঝুলানো সেই আয়নায় তা স্পষ্ট দেখা যাচ্ছে।

যাক ৩দিন পর অবশেষে লাশটা পচতে শুরু করল………..

কিন্তু এ কী! লাশতো রেখেছিলাম ২টা আরেক টা গেল কোথায়?

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ