র্যাংকিং এ সেরা 5টি ওয়বসাইট সম্পর্কে আপনাদের সামনে তাদের কিছু গুরুত্বপূর্ন আলোচনা তুলে ধরলাম যা থেকে আপনার কিছু উপকার হতে পারে। তাহলে চলেন শুরু করা যাকঃ-
1. গুগোলঃ
মাসিক গড় ট্রাফিক (আলেক্সা) 159.22 বিলিয়ন।
মার্কিন র্যাংকিং ১।
গুগল এমন এজটি সার্চ ইঞ্জিন যেখানে পৃথিবীর 80%মানুষ তাদের ব্যক্তিগত সমস্যার সমাধানের জন্য ব্যবহার করে। তারা যে কোন বিষয়ে এখানে সার্চ করতে পারে। হাউ ডু এই লেখাটির মাধ্যমে আপনি আপনার ব্যবসায়িক বা আন্যন্য ত্রুটি দেখেনিতে পারেন। গুগল তার নিজের থেকে আপনার দিকে নজর দেয় বেশি। গুগোল আপনাকে ব্যাবসা প্রসারের জন্য এ্যাড সিষ্টেম চালু করেছেন। যেখানে আপনি আপনার ব্যবসার প্রচার করে আপনার ব্যবসাকে আরও লাভবান করতে পারেন।
2. ফেসবুকঃ
গড়মাসিক ট্রাফিক আলেক্সাঃ 89.59 বিলিয়ন
মার্কিন র্যাংকিংঃ 3
এ সাইটি এমন একটি মাধ্যম যেখানে আপনি আপনার নিজে ভাষা, মনের চিন্তা ভাবনা, মডেল, ব্যবসায়িক লেনদেন, ব্যবসায়িক প্রচার, ব্যবসায়িক মতামত, রাজনৈতিক প্রচার সহ অনেক বড় একটি প্লাটফরম। আপনি দেশের বাইরে থাকলেও ফেসবুকের ম্যাসেন্জার এর মাধ্যমে আপনার ক্লাইন্ট বা কর্মচারীদের সাথে সব সময় যোগাযোগ রাখতে পারবেন। এখানে ফেসবুকে আপনার বিজনেস পেজ খুলতে পারবেন অনেক সহজে যা আপনার ব্যবসার পন্য মানুষের কাছে অতি সহজে পৌছে যাবে।
3.আমাজনঃ
গড় মাসিক ট্রাফিক আলেক্সাঃ 89.44 বিলিয়ন
মার্কিন র্যাংকিংঃ 4
ই কমার্স সম্পর্কিত লেনদেন।
এখানে আপনি আপনার পছন্দের মত আপনার নিত্য প্রয়োজনীয় পন্য ক্রয় ও বিক্রয় করতে পারবেন। গাড়ি, বাড়ী, সকল ধরনের মোবাইল, জামাকাপড়, ব্যবসায়িক পন্য ও ছোট বড় সকল ধরণের পন্য পাবেন এখানে। বই এর লাইব্রেরীর জন্য অনেক বিখ্যাত ও জনপ্রিয় সাইট আমাজন। আপনি আপনার পছন্দের বই এখান থেকে ক্রয় করতে পারেন। বিভিন্ন ভাষার বই পাওয়া যায় এখানে। আমাজন 2015 সাল থেকে আপনি আপনার ব্যবসা প্রচারের জন্য একটি এ্যাড প্লাটফরম চালু করেছ।
4. Yelp:
গড় মাসিক ট্রাফিক আলেক্সাঃ 40.47 বিলিয়ন
মার্কিন র্যাংকিংঃ 52
যে কোন স্থানীয় ব্যবসা, ছোট ব্যবসার জন্য গ্রাহকেরা কি বলছে সে সম্পর্কে যত্ন নেওয়া। আপনার ব্যবসায় আপনি কি ভাবে লাভবান হতে পারবেন সে সম্পর্কে সাহায্য করার এক মাত্র কাজ। তাছাড়া আপনার ব্যবসা করার জন্য কি পন্য নিলে আপনি লাভবান হবেন সে সম্পর্কে আপনাকে সাজেশন দিতে সাহায্য করবে। ব্যবসায়িকদের একমাত্র পছন্দের তালিকায় yelp সাইট প্রধান ভরসা।
5. Trip Advisor:
গড় মাসিক ট্রাফিক আলেক্সাঃ 30.27 বিলিয়ন
মার্কিন র্যাংকিংঃ 442
এই সাইটের মাধ্যমে পৃথীবির যে কোন দেশে ঘুরে যাওয়া স্থান সম্পর্কে গাইট ও হোটেল রুম বুক, ফ্লাইট খুজে অংশ গ্রহন, রেস্টুরেন্ট চেয়ার টেবিল সরবরাহ করতে সাহায্য করে থাকেন। আপনার ভ্রমনের যাত্রাকে আরামদায়ক করতে চাইলে আপনি এই সাইটের মাধ্যমে সাহায্য পেতে পারেন। আপনি নতুন রেষ্টুরেন্টের জন্য চেয়ার টেবিল কিনবেন বলে ভাবছেন। কোন চিন্তা না করে Trip Advisor সাইটে ভিজিট করে তাদের সাথে যোগাযগ করুন তারা আপনাকে সাহায্য করার জন্য 24 ঘন্টা সার্ভস দিয়ে থাকেন।
0 মন্তব্যসমূহ