মঙ্গলবার সকাল থেকে অসুস্থতার হার ক্রমশ বাড়ছে। অনশনরত প্রাথমিক শিক্ষিকা অপরাজিতা সেন ও সুচিত্রা ঘোষের অবস্থা বর্তমানে আশঙ্কাজনক,

একে একে অসুস্থ হয়ে পড়ছেন প্রাথমিক শিক্ষকরা। এখনও উদাসীন সরকার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপ চেয়েও আশানুরূপ কোনো বার্তা এসে পৌঁছয়নি অনশন মঞ্চে। বরং ২১শের সভা মঞ্চ থেকে জোরগলায় মুখ্যমন্ত্রী বলেছেন, “কেন্দ্রের মতো বেতন চাইলে কেন্দ্রে চলে যান।” কাঠফাটা রোদে, ছাউনির তলায় ভুখা পেটে এখনও শুয়ে ১৭ জন প্রাথমিক শিক্ষক। “ন্যায্য ও প্রাপ্য” দাবির সমর্থনে আমরণ অনশনের আজ ১১ দিন।
মঙ্গলবার সকাল থেকে অসুস্থতার হার ক্রমশ বাড়ছে। অনশনরত প্রাথমিক শিক্ষিকা অপরাজিতা সেন ও সুচিত্রা ঘোষের অবস্থা আশঙ্কাজনক। মঙ্গলবার আন্দোলনকারীদের সমর্থনে বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজকর্মী তথা অধ্যাপিকা মিরাতুন নাহার চার ঘণ্টার প্রতীকী অনশনে যোগ দিয়েছেন।
মঙ্গলবার সকাল থেকে অসুস্থতার হার ক্রমশ বাড়ছে। অনশনরত প্রাথমিক শিক্ষিকা অপরাজিতা সেন ও সুচিত্রা ঘোষের অবস্থা আশঙ্কাজনক। মঙ্গলবার আন্দোলনকারীদের সমর্থনে বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজকর্মী তথা অধ্যাপিকা মিরাতুন নাহার চার ঘণ্টার প্রতীকী অনশনে যোগ দিয়েছেন।
আন্দোলনে শামিল প্রাথমিক শিক্ষক শান্তনু মণ্ডল বলেন, “এ কেমন সরকার? ভুখা পেটে অসুস্থ হয়ে পড়ছেন প্রাথমিক শিক্ষকরা। কেন আমাদের থেকে মুখ ফিরিয়ে রয়েছেন? কেন্দ্রের কথামতো নূন্যতম যোগ্যতা বেঁধে দেওয়া হয়েছিল আমাদের। তাহলে আজ কেন বেতন বাড়ানোর দাবিতে আমাদের বলা হলো কেন্দ্রে চলে যান?”
উল্লেখ্য, প্রাথমিক শিক্ষকদের অনশনে জট আরও জোরালো হয়েছে শিক্ষামন্ত্রীর বৈঠকে। অনশনের অষ্টম দিনে আন্দোলনকারীদের প্রতিনিধি দলে তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। বৈঠক শেষে পার্থবাবু বলেন, “এভাবে বেতনবৃদ্ধি কোনও সরকারের পক্ষেই সম্ভব নয়।” শিক্ষকদের এই দাবিকে কার্যত ‘যুক্তিহীন’ বলেই উল্লেখ করেন রাজ্যের শিক্ষামন্ত্রী।
ADVERTISEMENT
বেনাপোল টু ঢাকা এ্যাপস কি ভাবে লগইন করতে হয় তা এখানে দেখুন
কি ভাবে পরিশোধ করতে হয়।
তাহলে চলুন শুরু করা যাক
প্রথমে এ্যাপস লগইন করতে হবে।
তারপর সিট বুকিং করার জন্য পারসেস এ ক্লিক করতে হবে
নিচে ছবি অনুসারে:
এবার সিট বুকিং হয়ে গেলে
এনি সিটে ক্লিক করতে হবে।
করার পর কিছুক্ষন ওয়েট করতে হবে।
তারপর আর একটি নতুন পেজ আসবে
নিচে ছবি অনুসারে
নিচে লেখা আছে পে নাউ তে ক্লিক করতে হবে।
ক্লিক করার পর কিছুক্ষণ আবার ও ওয়েট করবেন।
তারপর আরেকটি নতুন পেজ আসবে
ছবি অনুসরণ করুন
আপনি যদি টিকিট ক্রয় করতে চান অবশ্যয় আই এ্যগ্রী তে ক্লিক করবেন।
করার পর আবারো কিছুক্ষন ওয়েট করবেন
তারপর আরেকটি নতুন পেজ আসবে
নিচে ছবে দেওয়া
ই টিকিট প্রেমেন্ট
আপনার ইচ্ছা ও সুবিধা মতো আপনি যে কোন ভাবে পরিশোধ করতে পারেন।
বিকাশে প্রেমেন্ট ও করতে পারেন। প্রেমেন্ট অপসানে চাপ দিয়ে কিছুক্ষন ওয়েট করুনঃ
নিচের ছবি অনুসারে
যদি বিকাশ থেকে করেন তাহলে নিচের ছবি দেখুন
আপনার বিকাশ নাম্বার প্রবেশ করিয়ে সাবমিট করুন
কোনকিছু বুঝতে সমস্যা হলে
+8801771563406
যোগাযোগ করতে পারেন
0 মন্তব্যসমূহ